স্টাফ রিপোর্টারঃ

আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টুর বিজয় নিশ্চিত করতে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচার মিছিল ও পথসভা করেছে জেলা এবং উপজেলা আওয়ামী লীগ।

রবিবার ( ১১ ডিসেম্বর) বিকেলে প্রচার মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, সহ সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নসিম উদ্দিন,সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সভায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু ।