সম্পাদক

মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:

বিজয়ের এই মাসে “প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভুক্তিমূলক উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠ বারের মত সারা দেশের ন্যায় মনোহরদীতে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পর আমার এখন নতুন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছি। সেটি হচ্ছে ” স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ চার মূলভিত্তির উপর গড়ে উঠবে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবীসহ মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।