মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সাংবাদিক ও সুধীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ই ডিসেম্বর) সকাল ১১ টায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল ,পেশাজীবী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীবৃন্দ ।

এ মতবিনিময় সভায় মাগুরার বিভিন্ন বিষয় ও নবাগত জেলা প্রশাসকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ,সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী,বিসিডিএসের মাগুরা জেলা সভাপতি বাসুদেব কুন্ডু, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আরাফাত হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম সিদ্দিকীসহ আরোও অনেকেই।এ সময় বক্তারা মাগুরার উন্নয়নে জেলা প্রশাসক মহোদয়কে সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সকলের সহযোগিতায় আধুনিক ও মডেল মাগুরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অংগীকার ব্যক্ত করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেন মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ -উল-হাসান।