স্টাফ রিপোর্টারঃ
কৃষিই সমৃদ্ধ মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার এই পতিপাদ্যকে সাথে নিয়ে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলমপুর আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগী পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে শীতকালীন সবজি আবাদ বৃদ্ধির নিমিত্তে বিনামূল্যে বীজ বিতরণ প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে ৪ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে, ও ৬নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আলমপুর আশ্রয়ণ প্রকল্পে মাঠে সবজি বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আহমেদ,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও ফজলুর রহমান প্রমূখ।
উল্লেখ্য সভা শেষে প্রধান অতিথি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন।