
ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আখতার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মুকাদ্দেস,বাঘা থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার।এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম । মূল প্রবন্ধন উপস্থাপন করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির রাজশাহী জেলা ব্যবস্থাপক ত্রিদীপ গোলদার বাঘা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে ভবিষ্যত কর্মকৌশল ও করনীয় নির্ধারণে বক্তারা বক্তব্য তুলে ধরেন।
উল্লেখ্য বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাঘা উপজেলায় পাকুরিয়া ইউনিয়ন, মনিগ্রাম ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়ন এবং বাঘা পৌরসভার ১০ টি গ্রামের ৬০০ জন( নারী ,পুরুষ, কিশোর কিশোরী) স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে নারীদের নিয়ে উঠান বৈঠক, পুরুষদের নিয়ে গ্রামীন বৈঠক, কিশোর কিশোরীদের নিয়ে ত্রৈমাসিক দূর্বার বৈঠক কার্যক্রম পরিচালনা, বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা ১৬৭ জন কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতারন ও নিয়মিত ফলোআপ করা, বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধে সক্ষমতা বিকাশে ১ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন আয়োজন, সামাজিক আন্দোলন গড়ে তুলতে সম্প্রীতি ও মিলন মেলার আয়োজন, তৃনমুল জনগোষ্ঠীর মাঝে সকল ধরনের নির্যাতনের হাত থেকে বাঁচতে এবং নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত উন্নয়ন তথ্য সরবরাহ নিশ্চিত করতে গননাটক দলের সমন্বয়ে গননাটক মঞ্চায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিগত সভার পর্যালোচনা, ব্র্যাক স্বেচ্ছাসেবী সদস্য কর্তৃক নভেম্বর মাসের বাল্যবিয়ে প্রতিরোধের তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্য বৃন্দ অংশ গ্রহন করে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।