স্টাফ রিপোর্টারঃ


১২ ডিসেম্বর ২০২২ নরসিংদী মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদী শিল্পকলা একাডেমি নরসিংদীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মদ মারুফ খান।

মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নরসিংদীর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাজী আশরাফুল আজীম, পিপিএম, পুলিশ সুপার,নরসিংদী ; পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামী লীগ; বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরাম ‘৭১;নরসিংদী, প্রফেসর মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ; আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, পৌর মেয়র, নরসিংদী পৌরসভা।

মহান মুক্তিযুদ্ধে নরসিংদীর গৌরবগাঁথা ইতিহাস এবং যুদ্ধকালীন
মুক্তিযোদ্ধাগণের বীরোচিত ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,নরসিংদী তাঁর বক্তব্যে জানান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ডাকে সাড়া দিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমিকে রক্ষার বীর মুক্তিযোদ্ধাগণের এ প্রয়াস নরসিংদীবাসীর মনে চির সমুজ্জ্বল হয়ে থাকবে।

এর পূর্বে নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি সার্কিট হাউজ, নরসিংদী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়