
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান্নোনয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৯০ পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির মুন্সী।
সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামছুন্নাহার ইয়াসমিন প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১৯০ পরিবারের মাঝে একজোড়া করে ভেড়া ও ভেড়ার জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া ভেড়া পালনের জন্য প্রত্যেক পরিবারকে ৩ মাসের খাবার দেওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.