
১২/১২/২২ সোমবার পলাশে সেকান্দরদী এম উচ্চ বিদ্যালয় এর ২০২২ এসএসসি পরীক্ষার্থী দের মধ্যে জিপিএ-৫ পাওয়ার ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনাও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ জাকির হোসেন চৌধুরী
সভাপতি সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয় ও চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন পরিষদ।
সভাপতিত্ব করেন মোঃ খোরশেদ আলম প্রধান শিক্ষক সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অব: সার্জেন্ট এস এম আজিজুল হক, মোঃ আতাউর রহমান আতাব্বর মিয়া, মোঃ কাজল মিয়া ও মোঃ মোমেন মোল্লা
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুরুজ মিয়া ইউপি সদস্য, গজারিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড
সাহিদা বেগম গজারিয়া ইউনিয়ন পরিষদ স্বরক্ষিত মহিলা সদস্য ১,২,৩ ওয়ার্ড।
মোঃ আরিফ মিয়া গজারিয়া ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ড।
মোঃ মফিজুল ইসলাম কাজল
(প্রাক্তন) ছাত্র অত্র বিদ্যালয় ও উপপরিচালক প্রাণী ও পশু অধিদপ্তর পলাশ, উপজেলা নরসিংদী।
মোঃ সাইফুল মিয়া সাবেক ম্যানেজিং কমিটি অত্র বিদ্যালয়।
ওই সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীও
অভিভাবক বৃন্দ।
এ সময় ম্যানেজিং কমিটি সদস্য গনের বক্তব্য বলেন যে স্কুলের ভালো রেজাল্টের জন্য যেভাবে ম্যানেজিং কমিটি কাজ করছেন অভিভাবক সমাবেশ তার প্রমান ছাত্র-ছাত্রীদের কে বিশেষভাবে তারা পড়াশোনায় ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা তৈরি করবে।
প্রধান অতিথির বক্তব্যে অত্র বিদ্যালয়ের ভালো ফলাফলের যারা অংশ গ্রহণ করে সেক্ষেত্রে আগামী দিনেও যদি আরও ভাল ফলাফল করবে ইনশাআল্লাহ এবং তাদের জন্য সম্মাননা ও পুরস্কার থাকবে অবিভাবকদের উদ্দেশ্যে বলেন তারা যেন ছেলেমেয়েদের প্রতি সজাগ দৃষ্টি ও খেয়াল করে থাকেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার বক্তব্যে এই অত্র বিদ্যালয় কে ভালো ফলাফলের বিগত সময়েও বিদ্যালয়ে ফলাফলের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখেন। সামনে আরো ভালো ফলাফল করবে সে ক্ষেত্রে অভিভাবকদের প্রতি পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদেরকে খেয়াল রাখার জন্য বলেন । এবং মোবাইল ফোন থেকে বিরত রাখেন। যাতে করে পড়াশোনার মনোযোগ বাড়িয়ে এ ভালো ফলাফল করতে পারে।
অত্র বিদ্যালয়ের শিক্ষক বক্তব্য এর মধ্যে সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেন
বলেন যে পলাশ উপজেলার মধ্যে সেকান্দরদী এম উচ্চ বিদ্যালয় ভালো ফলাফল করেন ।২০২২ সামনে আরো ভালো ফলাফল করবে সেই লক্ষ্যে সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেন শতভাগ পাশের ক্ষেত্রে।
উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা ছিলেন মোঃ আলতাফ হোসেন ক্রিয়া শিক্ষক অত্র বিদ্যালয়।
এই অনুষ্ঠানের আয়োজন সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.