সম্পাদক

নিউজ ডেস্ক:

দেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কয়েক মিনিটের জন্য উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। বাংলাদেশের খুলনা অঞ্চল ও পশ্চিমবঙ্গের আকাশে হঠাৎ জ্বলে ওঠা রহস্যময় আলো আসলে কিসের, এ নিয়ে নানা কৌতুহল জন সাধারণের মনে। কেউ বলছেন ধূমকেতু, কেউ বলছেন উল্কাপাত, উল্কাপিণ্ড।

সেই আলোর ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে চলছে আলোচনা।খুলনা ও বাগেরহাটের প্রত্যক্ষদর্শীরা জানায়, এই আলোর ঝলক দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে; ১ থেকে ৩ মিনিট স্থায়ী ছিল আলোটি।

ভারতীয় আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটেও পশ্চিম বঙ্গে এই উজ্জ্বল আলো দেখা যাওয়ার কথা জানিয়েছে।

এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকাও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে লিখেছে- এটি ভারতের ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্র। যা উড়িষ্যার চাঁদিপুর থেকে উৎক্ষেপণ ঘটানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। সেটিরই আলো দেখা গেছে এভাবে।