সম্পাদক

আবদুর রহমান

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইটভাঁটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের গাছ। এতে করে ধ্বংস হচ্ছে সংরক্ষিত বন, সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ ও বনজ সম্পদ।

জানা যায়, ঈদগাঁওতে এ বছর মৌসুমের অন্ততঃ একমাস আগে শুরু হয় ইট তৈরী ও পোড়ানো। কিন্তু কয়লার দাম গত বছরের চেয়ে তুলনা মূলক বেশী থাকায় কয়লার পরিবর্তে এখানকার ইট ভাঁটায় অবাধে বনের কাঠ পোড়ানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, সদ্য শুরু হওয়া ইট পোড়ানো মৌসুমে ঈদগাঁওর ইট ভাটা মালিকরা সামাজিক বনায়ন ও রিজার্ভ বনের মূল্যবান কাঠ রাত-দিন পুড়িয়ে ইট তৈরি করছেন। এর ফলে বন-পাহাড় ও বনজসম্পদ ধ্বংস হয়ে পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

ঈদগাঁও ইউনিয়নে ৩টি, ইসলামাবাদ ইউনিয়নে ৩টি ও জালালাবাদ ইউনিয়নের ২টি ইট ভাটায় ১ মাস আগে থেকে বনজ গাছ পোড়ানো হচ্ছে।
স্থানীয় ও দুরবর্তী বিভিন্ন বন থেকে সিন্ডিকেট চক্ররা এসব গাছ কেটে ইট ভাটায় সরবরাহ করে।

গাছ পাচারকারী সিন্ডিকেট থেকে গাছ সরবরাহ নিয়ে ভাটা মালিকরা বিভিন্ন স্থানে এসব কাঠ মজুদ করে রাতের আধার কিংবা প্রকাশ্যে দ্রুত গামী ডাম্পারযোগে ভাটায় সরবরাহ করছে।

বনের গাছ পাচারও বনজ সম্পদ ধ্বংসকারী দের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনার জোর দাবী সচেতন মহলের।
কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।