স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জঙ্গিবাদ ও মাদক বিরুধী কার্যক্রম জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কোরআন খতম ও বিশেষ দোয়া অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল এগারো টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউণ্ডেশন গোমস্তাপুর উপজেলা আয়োজনে

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন গোমস্তাপুর উপজেলা ফিল্ড সুপার ভাইজার আনোয়ারুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন। বক্তব্য রাখেন উপজেলা মসজিদ ভিত্তিক ইমাম সমিতির সভাপতি আঃ নুর প্রমুখ।

সভা শেষে সকল শহীদদের স্মরণে দোয়া খায়ের করা হয়।