স্টাফ রিপোর্টারঃ
ঢাকা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) নরসিংদী জেলার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দ্বৈত বিভাগে ফরিদপুর বনাম নারায়ণগঞ্জ এবং একক বিভাগে মুন্সীগঞ্জ বনাম নারায়ণগঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করেন।
দ্বৈত বিভাগে নারায়ণগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ফরিদপুর জেলা এবং একক বিভাগে মুন্সীগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন নারায়ণগঞ্জ জেলা।
খেলা শেষে ঢাকা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দ্বৈত ও একক বিভাগে ঢাকা রেঞ্জাধীন নরসিংদী জেলাসহ, ঢাকা , নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর ও গাজীপুর জেলা পুলিশ অংশগ্রহণ করে।