স্টাফ রিপোর্টারঃ

১৪ ডিসেম্বর (বুধবার) নরসিংদী জেলার আলোকবালী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে, মোঃ ফোরকান সরকার, তার নিজ বাড়িতে এলাকা ও আশেপাশের ৬ টা মাদ্রাসার প্রায় ৩০০ ইয়াতিম মাদরাসা ছাত্রদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করেন এবং প্রত্যেককে পোষাক হাদিয়া দেন। এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং মসজিদের ইমামসাহেবগণ।

ফোরকান সরকার জানান, আমি সবসময় এতিম অসহায় মসজিদ মাদ্রাসার জন্যে নিবেদিত প্রাণ হয়ে খেদমত করার চেষ্টা করছি, সব সময় তাদের জন্য কিছু করতে পাড়লে নিজের কাছে আনন্দ লাগে। হৃদয়ে অনেক প্রশান্তি পাই! সবাইকে বলবো সবসময় আপনারা অসহায় ও এয়াতিম মানুষদের কাছে টানুন, নিজের সাধ্যানুযায়ী কিছু করুন এবং তাদের খোঁজখবর নিন। কারণ, এটাই পরকালের সম্বল ও দুনিয়ায় বিপদ আপদের ছায়া, আল্লাহ রাব্বুল আলামীনের রহমত ও মাগফিরাত পাওয়ার হাতিয়ার।