স্টাফ রিপোর্টারঃ

“সময় মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আজ সকাল ৯ টায় এক সভায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, উপজেলা কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য (প:প) কর্মকর্তা ডাক্তার ফাতেমা করিম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার গীতা গাইন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। সভায় পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী সেবা, প্রসব পরবর্তি পরিবার পরিকল্পনা সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিয়ে আলোচনা করেন উপস্থিতগন। একই সাথে পরিববার পরিকল্পনা সেবার মান জনগনের দোড় গোড়ায় সহজেই পৌছে দেওয়ার প্রতি গুরুত্বপারোপ করেন।