মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও অনাস্থা প্রস্তাব জমা দেন করেন ঐ পরিষদের ৭ জন সদস্য।
অভিযোগকারীরা হলেন- ইউপি সদস্য কাজল মিয়া, মোঃ সোলেমান হোসেন, শফিকুল ইসলাম, মো. মোস্তফা হোসেন, সৈয়দ মহসিন কবীর, সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা বেগম ও মিনারা খাতুন।লিখিত অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব ক্ষমতা গ্রহণের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি সদস্যদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ও পরামর্শ না করে মনগড়া ভাবে পরিষদ চালাচ্ছেন। সম্পূর্ণ বেআইনিভাবে ভয় ভীতি দেখিয়ে সদস্যদেরকে দূরে রেখে পরিষদের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে লুটপাটের রাজত্ব কায়েম করে চলছেন।ইউপি সদস্যদেও আরও অভিযোগ, ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত ছাড়াই সম্পূর্ণ একক সিদ্ধান্তে প্রায় ১৫ লাখ টাকা কর উত্তোলন করে ব্যাংকে জমা না করে নিজের কাছে রেখেছেন চেয়ারম্যান। এ ছাড়াও ২০২২-২০২৩ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় ইটের সলিংয়ের দুটি প্রকল্পের ছয় লাখ ১৯ হাজার টাকার কাজ কাউকে না জানিয়ে একক সিদ্ধান্তে নিন্মমানের কাজ করে অর্থ আত্মসাৎ করেছেন। চলতি অর্থ বছরের স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (ওয়ান পার্সেন্ট) হতে প্রাপ্ত তিন লাখ টাকা রাজস্ব গোপনীয়ভাবে আত্মসাৎ করেছেন। ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব এ বিষয়ে বলেন, ‘তারা যেসব অভিযোগ করেছেন সেগুলো সঠিক নয়। কেনো আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে, তাও জানি না।’মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মোঃ মোবারক হোসেন স্টাফ রিপোর্টার