১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান।
এক বিবৃতিতে মুহাম্মদ আলী বলেন,১৬ ডিসেম্বর বাঙালি জাতির এক ঐতিহাসিক বিজয়ের নাম মহান বিজয় দিবস। ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা লাভ করে নতুন করে সৃষ্টি হয় স্বাধীন বাংলাদেশ নামক একটি সোনার দেশের।
তিনি আরও বলেন, দেশ এবং দেশের মানুষের জন্য বিজয় আনতে গিয়ে যে ৩০ লক্ষ মা বোন তাঁদের জীবন উৎসর্গ করে বিজয় ছিনিয়ে এনে বাংলার মানুষ কে মাথা উচুঁ করে দাঁড়াবার ব্যবস্থা করে গেছেন সেই সমস্ত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।