স্টাফ রিপোর্টার:

লাখাইয়ে একটি চিতা বিড়ালের বাচ্চা লাখাইয়ে হাওর থেকে উদ্ধার করেছে বলে জানা যায়। স্থানীয় ও বনবিভাগের সূত্রে জানা যায় বুধবার (১৪ ডিসেম্বর) লাখাইয়ে রাঢ়িশাল গ্রামের পার্শবর্তী হাওরে একটি বন্য প্রাণীর ঘুরাঘুরি করছে দেখে এটিকে মেছোবাঘ এর বাচ্চা বলে ধরে ফেলে।এটিকে আটকের সময় উপস্থিত লোকজনের আঘাতের কারনে এর ডান পা ভেঙে যায়। এ অবস্থায় মনতৈল গ্রামের গুলজার মিয়ার পুত্র কামাল মিয়া এটিকে উদ্ধার করে হবিগঞ্জ বন বিভাগের নিকট হস্তান্তর করেন। এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,হবিগঞ্জ এর ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান উদ্ধার করা প্রানীটি একটি চিতা বিড়ালের বাচ্চা। এর একটি পা ভেঙে গেছে স্থানীয়দের আঘাতের কারনে। এটির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর এর উপযোগী পরিবেশে অবমুক্ত করা হবে।