সম্পাদক

স্টাফ রিপোর্টার:

স্ত্রীর মর্যাদা স্বীকৃতির দাবিতে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন,শাহপরীরদ্বীপ,৭নং ওয়ার্ড মাঝের পাড়া এলাকার বাসিন্দা স্বামী জেলে রহিম উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অসহায় হুমাইরা আক্তার।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। রহিম উল্লাহ, সাবরাং ইউনিয়ন, শাহপরীরদ্বীপ,০৭নং ওয়ার্ড, মাঝের পাড়া এলাকার মোঃ শফির ছেলে, পেশায় একজন জেলে।লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন,দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গেল ১০-৪-২২ ইংরেজি তারিখে ১০ লক্ষ টাকা মোহরানা ধার্য করা হয়।
তার মধ্যে স্বর্ণালঙ্কার,কাপড় চোপড় ও অন্যান্য বাবদ ৫লক্ষ টাকা নগদে পরিশোধ, এবং বকেয়া মোহরানা ৫ লক্ষ টাকা নির্ধারণ করে ইসলামী শরিয়াহ মোতাবেক নটোরীর মাধ্যমে আমাদের বিয়ে হয়।মোঃ শফির পুত্র রহিম উল্লাহর সাথে, বিয়ের পর থেকে আমার স্বামী রহিম উল্লাহ এবং রহিম উল্লাহর মা-বাবা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। টাকা ও একটি মোটরসাইকেল দেওয়ার জন্য। টাকা এবং মোটরসাইকেল না দিতে চাইলে আমাকে তার ঘরের বউ হিসাবে মেনে নিতে চাইনা, যৌতুকের বিরুদ্ধে আমি আইনের সহযোগিতা নেবো, আমার অসহায় পরিবার কে বিভিন্ন ভাবে হয়রানির সহ হুমকি ধামকি দিয়ে আসছে। হুমাইরা বেগম বলেন, স্ত্রীর মর্যাদা ও স্বীকৃতির দাবিতে দ্বারস্থ হয়েছিলাম ইতি পূর্বে সাবরাং ইউনিয়ন, শাহপরীরদ্বীপ, ৭ ,৮ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা ফারিহা ইয়াছিনের কাছে। কোনো সমাধান না পেয়ে গত ৬ মাস আগে কক্সবাজার আদালতে লিখিত অভিযোগ দায়ের করি।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হুমায়রা বেগমের মা রশিদা বেগম, বড় বোন মনোয়ারা বেগম,
তার ভাই শাহাব উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা।