
সোহেল রানা রাজশাহী
রাজশাহীর আরএমপি সদরদপ্তর
বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) বিকেল ৫ টায় আরএমপি সদরদপ্তরে পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক জীবিকা নির্বাহের জন্য মো: আবু রায়হানকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উপহার প্রদান করেন।
এক বছর পূর্বে ফ্যাক্টারিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মো: আবু রায়হানের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে বেকার হয়ে যায়। বিভিন্ন যায়গায় কাজের অনুসন্ধান করেও কাজ না পেয়ে চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে। ঘটনাটি পুলিশ কমিশনার মহোদয় জানতে পেরে মানবিক সাহায্য নিয়ে রায়হানের পাশে দাঁড়ান।
আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি'র পুলিশ কমিশনার সবসময় মানুষের পাশে রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.