
স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহের শেরপুরে ১৪ ডিসেম্বর বুধবারে শহীদ বুদ্ধিজীবী দিবসে নালিতাবাড়ী থানাধীন কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে শেরপুর জেলা পুলিশের আয়োজনে সোহাগপুর বিধবা পল্লীতে বসবাসরত বীরাঙ্গনা এবং শহীদ জায়া'দের সম্মানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে আলোচনা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও সাংবাদিক এমএ হাকাম হীরা।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মধুছন্দা ভট্টাচার্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা হক মৌ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; জনাব এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানা, শেরপুর সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
অনুষ্ঠানে ১২ জন গ্যাজেটভূক্ত বিরঙ্গনাসহ শতাধিক শহীদ পরিবারের সদস্যদের মাঝে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ ও জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয় সোহাগপুর বিধবা পল্লী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী থানাধীন সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালান। এসময় গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হায়েনার দল। গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.