স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী ইউনিয়ন এর আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে নানা ধরণের নান্দনিক আয়োজন করেছে।
বিজয় দিবস উপলক্ষে খেলা-ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ-নাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা। গ্রাম বাংলার চিরচেনা রূপ শিক্ষার্থীদের নিজ হাতে পিঠা পুলির আয়োজন ছিল দেখার মত।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে স্মৃতিময় করে রাখতে এবং সকল শহীদ স্মরণে তাদের আয়োজন ছিল মনোমুগ্ধকর।
অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন
বাবু চৌধুরী, স্কুলের গভর্নিং বডি মেম্বার কবির আহমেদ, আবু হানিফ মাস্টার, ফুলকলি স্কুল এর প্রধান শিক্ষক কাউছার আহমেদ, সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগণ।
এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।