সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

পূর্বঘোষিত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল থাকায় ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচির তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর ঠিক করা হয়েছে।

সংঘাত এড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে সাড়া দিতে কর্মসূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল থাকায় সেদিন বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি না রাখার আহ্বান জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমিছিলের নতুন তারিখ ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ এই নেতা।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা যে ১০টি বিভাগে সমাবেশ করেছি, সেসব সমাবেশে নানাভাবে বাধা দেয়া হয়েছে। পরিবহন বন্ধ, সভাস্থলের অনুমতি দিতে বিলম্ব, নেতা-কর্মীদের গ্রেপ্তার- এমন নানাভাবে আমাদের সমাবেশ পণ্ড করার চেষ্টা চালানো হয়েছে। তবে নেতা-কর্মীদের ত্যাগের বিনিময়ে, জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে প্রতিটি সমাবেশ সফল হয়েছে।’

তিনি বলেন, ‘৭ ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বর্বর হামলা, মকবুলকে হত্যা, নেতার বাসায় গিয়ে তার বাবাকে হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার, তাদের নামে মিথ্যা গায়েবি মামলা…সবকিছুর পরও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সব সমাবেশ সফল করেছি। আমরা সংঘাত চাই না।’

নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৪ তারিখ তাদের কাউন্সিলের কারণে আমাদের ঘোষিত কর্মসূচির পরিবর্তন প্রত্যাশা করেছেন, আহ্বান জানিয়েছেন। সে জন্য আমরা দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করেছি। আমাদের ২৪ ডিসেম্বরের পূর্বঘোষিত যে কর্মসূচি সেটা আমরা পুনর্বিন্যাস করেছি।

‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, তাই ২৪ তারিখ ঢাকায় আমরা গণমিছিল করব না। তবে ঢাকা ছাড়া সারা দেশে জেলা ও মহানগরে যে কর্মসূচি দেয়া আছে সেটা অব্যাহত থাকবে।

‘আর ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে আমরা একটি উপর্যুক্ত দিন খুঁজছিলাম। আমাদের কাছে মনে হয়েছে ৩০ তারিখ একটা সবচেয়ে ভালো অলটারনেটিভ চয়েস। কারণ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন এবং যথাযথভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সে লড়াইয়ে জনগণকে ৩০ ডিসেম্বরকে স্মরণ করিয়ে দেয়া গুরুত্বপূর্ণ। কারণ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দিনের ভোট রাতে করে এই সরকার ক্ষমতায় রয়েছে। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ৩০ ডিসেম্বর ঢাকায় আমাদের ১০ দফা দাবি আদায়ে গণমিছিল করব।’

২৪ ডিসেম্বর ঢাকা ছাড়া সারা দেশের গণমিছিল সফল করার জন্য জনগণকে আহ্বান জানান নজরুল ইসলাম। এবং ঢাকায় ৩০ ডিসেম্বর বিকেলে সবাইকে গণমিছিলে অংশ নেয়ার আহ্বান জানান।

এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে সরকার পতনের ১০ দফা ঘোষণা করা হয়। আর সেই ১০ দফা দাবি আদায়ে ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিলের কর্মসূচি দেয়া হয়।