স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর নামের একজন নিহত ও আরেক বন্ধু সবুজ গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার বিকাল ৪ টার সময় আলমডাঙ্গা কুষ্টিয়া রোডে জে. এস মাধ্যমিক বিদ্যালয়ের নিকটবর্তী শ্রীরামপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাগর নামের একজন নিহত ও অপর একজন আহত হয়।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় দুই বন্ধু এপাসি 4 ভি গাড়ি নিয়ে দ্রুতবেগে আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া বাড়ির ফেরার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রথিমধ্যে ১০ বছরের এক শিশু রাস্তা পারাপারের সময় হঠাৎ গাড়ির সামনে আসলে গাড়িচালক সাগর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। মাথায় হেলমেট না থাকায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হলে স্থানীয়দের সহায়তায় দ্রুত আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে নিয়ে আসলে সাগর নামের এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সাথে থাকা বন্ধু সবুজকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হসপিটালে রেফার্ড করা হয়।
জানা যায় নিহত ব্যক্তির নাম মোঃ সাগর আলী (২২) আমলা, মিরপুর, জেলা কুষ্টিয়া। আরেক বন্ধু সবুজ আলী, পিতা জিনারুল ইসলাম, গোপীনাথপুর, দৌলতপুর, কুষ্টিয়া
জানা যায় তিন দিন আগে এপাসি 4v মোটরসাইকেলটি ক্রয় করেছিল সবুজ । সেই মটরসাইকেলটির নাম পরিবর্তন করার জন্য আলমডাঙ্গা মোল্লা মোটরস শোরুমে এসে নাম পরিবর্তন করে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে।