

স্টাফ রিপোর্টার:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপি’র আয়োজনে পিরোজপুর পৌরসভা ও শারিকতলা ইউনিয়নের নিবন্ধিত ও প্রতিবন্ধি ৩০০০ শিশুদের মাঝে শুভেচ্ছা কার্ড প্রস্তুতির উপলক্ষ্যে উপহার হিসেবে মশারী বিতরণ করা হয়। মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম জাহান, উপজেলা নির্বাহী অফিসার, পিরোজপুর সদর। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপি’র ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলিন সরদার, বিপ্লব ইসাহাক সরদার, ফ্রান্সিস সামুয়েল সোম,
এলিচ মন্ডলসহ অভিভাবক বৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত, তারা সুষ্ঠ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠলে দেশও সামনের দিকে সুন্দর ভাবে এগিয়ে যাবে। তিনি শিশুদের সাথে তার নিজের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন ও শিশুদের মনের ইচ্ছা জানতে চান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ আমার. All rights reserved.