ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

১৮ ডিসেম্বর (রবিবার) বিকাল ৫ ঘটিকায়, নরসিংদী প্রেসক্লাবে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ জনাব ড. মশিউর রহমান মৃধা, সভাপতিত্ব করেন, জনাব এড. কাজী নাজমুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি, নরসিংদী জেলা আইনজীবী সমিতি। উক্ত অনুষ্ঠানে সম্মানিত আলোচক, শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি, শেখ মনিরুজ্জামান মাহমুদী, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা, মুফতী নাছির উদ্দীন খান ও সাধারণ সম্পাদক, মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, নরসিংদী জেলার সিনিয়র সহ সভাপতি, রবিউল্লাহ সায়েম সহ বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী জেলা ও উপজেলার সদস্যগণ।

মাওলানা খায়রুল ইসলাম ফরাজী বলেন, সমাজে বহু অবহেলিত পথশিশু রয়েছে, এসব শিশুদের মধ্যে কারো কারো শিক্ষা তো দূরের কথা সেই পথশিশুদের দুমুঠো খাবারও জুটে না। শিক্ষা থেকে বঞ্চিত, অসহায়- ইয়াতিম, সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের আশ্রয়স্থল হিসেবে পরিণত করতেই উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। শিশুদের জন্য আমাদের কাজ করতে হবে। অবহেলিত শিশুদের জন্য পৃথিবী সুন্দর হোক। সেই কামনা রইলো।