সম্পাদক
আবদুর রহমান
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর মির্জাগঞ্জে একতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ওই বিদ্যালয়ের সভা কক্ষে এই চেয়ার বিতরণ হয়।
মোঃ কাওসার হোসেন সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
মোঃ মজিবুর রহমান হিরনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মোসাঃ নাসিমা আক্তার,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আল-আমিন প্রিন্স,আমড়াগাছিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য শেফালী বেগম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয়। সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মূল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগীতা প্রয়োজন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিগণ।