স্টাফ রিপোর্টার
কথা ছিল আর্জেন্টিনা ফাইনালে জিতলে গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করবে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। কিন্তু হঠৎ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফ্যানস ক্লাবের নীতি নির্ধারকরা। গরু কেনার টাকা দিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তারা।
রোববার (১৮ ডিসেম্বর) রাত ১০টায় আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলার বিরতির সময় নগরীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আফজাল জানান, আমাদের সিদ্ধান্ত ছিল উপদেষ্টা তানবীর হোসেন আশরাফীসহ কয়েকজনের অর্থায়নে ফাইনাল খেলার দিনে গরু জবাই করে সমর্থকদের খাওয়ানো হবে। কিন্তু আমরা পৌষের শীতে অসহায় দুস্থ মানুষের কষ্টের কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। উত্তরাঞ্চলে শীত বাড়ায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য গরুর কেনার টাকায় কম্বল কিনে বিতরণ করা হচ্ছে। ফাইনাল খেলার প্রথমার্ধের বিরতির সময় কিছু কম্বল আমরা বিতরণ করেছি। বাকি কম্বলগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা এস এম ইয়াসির, উপদেষ্টা তানবীর হোসেন আশরাফী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আফজাল, কণ্ঠশিল্পী মাহমুদা আক্তার মিতু ও হৃদয় জেজে প্রমুখ।