স্টাফ রিপোর্টারঃ


স্টাফ রিপোর্টোরঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধু নামক সংগঠন এর উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সানোখালী গ্রামে (শনিবার) ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিকেলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় শতাদিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হানিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সংগঠনের উপদেষ্টা সদস্য ও পশ্চিম সানোখালী মসজিদের সভাপতি সামছুল আলম সামু, কাজী নাসির উদ্দীন, ইউপি সদস্য ইমাম হোসেন মুরাদ, সানোখালী কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ হোসাইন, বাচ্চু মিয়া ও মোঃ হুমায়ুন প্রমূখ।

বিগত কয়েক বছর ধরে সংগঠনটি সামাজিক কাজের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে আসছেন। ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন সেবা ও কর্মসূচি মধ্যে দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।