
স্টাফ রিপোর্টার:
ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমানে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার কারণ হচ্ছে জাতি আজ সঠিক ইতিহাস পেয়েছে। রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ৩৫ জন পুলিস সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডিআইজি হারুন আরো বলেন, এক সময় যারা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করে ঢাকা শহরে তাকে কবর দেয়া যাবে না, অজপাড়া গায়ে টুঙ্গিপাড়ায় কবর দিলে সেখানে কেউ যাবে না। এভাবে ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলো তারা। কিন্তু আজকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুণ্যভূমিতে পরিণত হয়েছে, তীর্থ ভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশে আজ ব্যাপক উন্নয়ন হয়েছে। হাওর অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কারণ আজকে আমরা সত্যিকার ইতিহাস পেয়েছি। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, পৌর মেয়র পারভেজ মিয়া। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোস্তাক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আল আমিন হোসাইন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক মাসুম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন,কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বর্মণ, শহীদী মসজিদের পেশ ইমাম মাওলানা আনজার শাহ, পাগলা মসজিদের পেশ ইমাম, মুফতি খলিলুর রহমান প্রমুখ। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। বিকালে জেলা পুলিশ লাইন মাঠে বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ একাদশ ও পৌরসভা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.