স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এখনো অজ্ঞাত যুবকের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর ) সকাল ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট পন্টুনের পাশে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। নৌ-পুলিশের ধারণা অনুযায়ী নিহতের বয়স আনুমানিক ৩৬ বছর হতে পারে বলে জানান নৌ-পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পদ্মা নদীতে ভাসমান যুবকের মরদেহটি দেখতে পেয়ে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ’কে খবর দেয়। খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা আরো জানান, মরদেহের শরীরে সার্ট ও জিন্সপ্যান্ট পরিহিত ছিলো।

দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৭নম্বর ফেরিঘাটের পন্টুনের পাশে পদ্মা নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা অনুমান ধরণা করছি নিহত যুবকে ২ থেকে ৩ দিন আগে হত্যা করে নদীতে ফেলা দেওয়া হয়েছে। তার আনুমানিক বয়স ৩৬ বছর হতে পারে বলে ধারণা করছি। তিনি আরো বলেন, মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহটি শনাক্ত করার জন্য পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে।