কবি ️মোহাম্মদ সালাউদ্দিন সুজন
আযানের ধ্বনি যদি।
আসে তোমার কানে।
নামাজের জন্য ডাকছে তোমায়
এটাই তার মানে।
বলতে আমি চাইনা কিছু
তবুও তোমায় বলি
মসজিদেতে আজান হলে
নামাজ পড়তে চলি।
মসজিদেতে আজান হলে।
বন্ধ করো কাজ।
হতে পারে তোমার আমার।
শেষ দিনটা আজ।
নামাজ পড়লে শান্তি আসে।
মোদের মনের মাঝে।
মরার পরে দেখবে কিন্তু।
আসবে নামাজ কাজে।
হারাম টাকা কামাই করে।
দেখাই মোরা দাপট।
মরার পরে সঙ্গে যাবে।
সাদা একটা কাপড়।
অবৈধ পথে টাকা কামাই
রাখছো ঘরটা ভরে
সারা জীবন থাকবে না বেঁচে
যেতে হবে মরে।
আসুক আমার হাজার বিপদ।
সত্য পথে চলবো
নবীর দেওয়া পথপ্রদর্শন।
আল্লাহু আকবার বলবো।
আসুক আমার শত বিপদ
হোক না আমার ফাঁসি।
ইসলাম হলো শান্তির ধর্ম।
তাকেই ভালবাসি।
শয়তানেরই ধোকায় পড়ে
করি কত পাপ।
নামাজের কারণে হইতে পারে
তোমার আমার মাপ।
মসজিদ যদি দূরে থাকে।
সময় নাহি পাও
কাঁধে যদি গামছা থাকে
নামাজ পড়ে নাও
আল্লাহু আকবার ধ্বনি বলা।
কারো গীবত নয়।
তাহার জন্য স্বয়ং আমার।
আল্লাহ খুশি হয়।