ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

নদীর পাশে খাস জমির মাটি কেটে মাছ ধরার ধুম পড়েছে এলাকাবাসীর। এমন দেখা মিলছে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাঁকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড।

নজর নেই উপজেলা প্রশাসনের এতে করে মৎস্যপ্রাণী সম্পদ নষ্ট হচ্ছে অসাধু উপায়ে মাছ ধরার এই পদ্ধতি দীর্ঘদিন ধরে চালালেও মৎস্য কর্মকর্তাদের দেখা মিলছে না এই গ্রামে। দেশের তথ্য অনলাইন পোর্টালের সংবাদকর্মী ও তাদের ক্যামেরা দেখলেই মাটিকাটা বন্ধ করে দেয় শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায় হেলাল পাটোয়ারী দালালের মাধ্যমে মাটি কেটে অসাধু উপায়ে মাছ ধরার পদ্ধতি চালাচ্ছে হেলাল পাটোয়ারীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন।

ভিক্টর বাইন উপজেলা মৎস্য দপ্তরের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, বাদা বিন্দি জাল গুলো অবৈধ এইগুলোর অভিযান চলমান রয়েছে।