মঞ্জুরুল আলম,নরসিংদী প্রতিনিধি:

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম উত্তরপাড়া এলাকার একটি রাস্তার পাশের গাছ হতে ঝুলন্ত অবস্থায় সিফাত হোসেন (১৮)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের বাবার নাম নজরুল ইসলাম। জানাযায়, ঘটনার দিন(২০ডিসেম্বর) ভোরে সিফাত ফজরের নামায পড়তে বাড়ি হতে মসজিদের উদ্দেশ্য বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে সকাল বেলা স্থানীয়রা এলাকার রাস্তার পাশে একটি গাছে সিফাতের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এসময়, লাশের পা জমিনের মাটির সাথে স্পর্শাবস্থায় ছিলো। পরে ঘটনা জানাজানি হলে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের পরিবার হতে প্রাথমিক অবস্থায় কোনো অভিযোগ না পাওয়ায় এ নিয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে ময়না তদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সেটি যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।