স্টাফ রিপোর্টার:

গত 19ই ডিসেম্বর ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2022 ।উক্ত অনুষ্ঠানে প্রতিপ্রাদ্য বিষয় ছিল বিদ্যুৎ ও পানির অপচয় রোধ। বিজ্ঞান ও প্রযুক্তির আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আলহাজ্ব মোঃ সায়েদুল্লাহ মিয়া। চেয়ারম্যান ভৈরব উপজেলা কিশোরগঞ্জ। সভাপতিত্ব করেন, জনাব মোঃ সাদিকুর রহমান সবুজ নির্বাহী অফিসার ভৈরব উপজেলা। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার ও পরিবেশন দূষণ এবং বিভিন্ন সামাজিক প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার উদযাপন করেছে। ছাত্র ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিশেষ প্রাধান্য সাধিত হয়েছে। যদি সরকারী উদ্যোগে সকল বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য বৈজ্ঞানিক অবকাঠামোতে তাদের গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশ ও বিশেষভাবে বিজ্ঞান প্রযুক্তির সৃষ্টি ও ব্যবহারে বিশেষ ভূমিকা রাখতে পারবে।