
কানাডার টরোন্টোর উত্তরের একটি শহরে বন্দুকধারী গুলি চালালে এক আবাসিক ভবনের পাঁচ বাসিন্দার মৃত্যু হয়। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে।গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ।
রোববার সন্ধ্যায় ভন শহরের রাদারফোর্ড রোডের জেন স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক ভবনে এই হতাহতের ঘটনাটি ঘটে।
আঞ্চলিক পুলিশ জানায়, একজন হামলাকারী ভবনের বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে ছুটে যায়। এর পর পুলিশের সাথে বন্দুকধারীর গুলি বিনিময়ের এক পর্যায়ে পুলিশের পাল্টা গুলিতে সদেহভাজন বন্দুকধারী নিহত হয়।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারা ঐ ভবনে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আর কোন ধরনের হুমকি নাই বলেও জানায় তারা।তবে কেন এ হামলার ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। খবর:রয়টার্স
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.