সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

রাশিয়া নতুন করে স্থলাভিযান শুরু করতে বেলারুশ সীমান্ত ব্যাবহার করতে পারে এই আশংকায় সীমান্তে প্রতিরক্ষা জোরদার করছে ইউক্রেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বিবিসিকে বলেছেন, বেলারুশ সীমান্তে সেনা এবং অস্ত্র মোতায়েন জোরদার করা হচ্ছে।সোমবার বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের মিনস্ক সফরের পরপরই ইউক্রেনের পক্ষ থেকে সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার কথা জানানো হয়।বেলারুশের সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনে উভয় দেশেরই সীমান্ত রয়েছে। 

বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেন সীমান্তে এবং সীমান্তবর্তী রুশ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।পুতিন বলেছেন, রুশ সীমান্ত লঙ্ঘনের কোনও চেষ্টা দ্রুত বানচাল করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন, ‘বিশ্বাসঘাতক এবং নাশকতাকারীদের’ খুঁজে বের করতে হবে।

পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশে মোতায়েন রুশ সৈন্যরা বেলারুশ সৈন্যদের সঙ্গে একটি যৌথ মহড়া করবে।বেলারুশ যদিও সরাসরি যুদ্ধে যোগ দেয়নি তবে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য তারা রুশ সৈন্যদের নিজেদের ভূমি ব্যবহার করতে দেয়। 

যুদ্ধের ঠিক আগে বেলারুশে দুই দেশের সৈন্যরা একটি যৌথ মহড়াও চালিয়েছিল।সম্প্রতি নতুন করে সন্দেহ তৈরি হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন আরও বাড়াতে বেলারুশের ওপর চাপ দিচ্ছে মস্কো।সাড়ে তিন বছর পর প্রথমবারের মত পুতিনের বেলারুশ সফরে যাওয়ায় এই ধারণা জোরদার হয়েছে।