
স্টাফ রিপোর্টার:
নওগাঁর পত্নীতলায় ৫ ভূয়া ডাক্তার কে গ্রেফতার করেছে র্যাব-৫ পত্নীতলা উপজেলার নজিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ( ২০ ডিসেম্বর ) দুপুরে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন পত্নীতলা উপজেলার পুঁইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে শ্রী চপল চৌধুরী ( ২৬ ), চকশিবরাম গ্রামের শ্রী ভক্তভূষণ সরকার এর ছেলে শ্রী গোলাপ সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদ এর ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) ও নজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার (১৯ ডিসেম্বর ) সন্ধায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় দুটি জাল অটো সিল, বিভিন্ন অটো সিল ১৫০ টি, ছয়টি প্রেসক্রিপসন প্যাড, পাঁচটি সার্জিকেল টুলবক্স, ছয়টি রক্তচাপ মেশিন, চারটি সার্জিকেল কাচি, ছয়টি স্টেথোস্কোপ এবং একটি চোখের দৃষ্টি মাপা যন্ত্রসহ চিকিৎসা কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় শ্রী চপল চৌধুরী, শ্রী গোলাপ সরকার, আবুল কাশেম মিঠু, মোশারফ হোসেন রাজু ও গোলাম সারোয়ার সোহান কে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- গ্রেফতারকৃতরা নিজেদের ফার্মেসির দোকানে চেম্বার বসিয়ে কোন ধরণের ডিগ্রী ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। কেউ শরীরের ভাঙ্গা হারের সার্জিক্যাল প্লাস্টার আবার কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসাবে পরিচয় দিতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলার রুজু করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.