স্টাফ রিপোর্টারঃ
নানান বাঁধা বিপত্তি পেড়িয়ে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২১ ডিসেম্বর বুধবার নরসিংদী চেম্বার ভবন ও বিয়াম জেলা স্কুলে।
সকাল হতেই ভোটারের উপস্থিতি ছিল উৎসবমূখর। সকাল ৯ টা হতে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনার পর আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আলহাজ্ব আ. মোমেন মোল্লা ও মাহমুদুল হাসান শামীম নেওয়াজ পরিষদের পূর্ণ প্যানেল।
প্যানেল প্রেসিডেন্ট এম এম কে ড্রাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রি এর পরিচালক আ. মোমেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট এস আর এস উইশ ট্রেড এন্ড কোং লি. এর পরিচালক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ,
মেসার্স আল আমিন ফেব্রিকস এর পরিচালক মো. আল আমিন রহমান, হাসানাত ক্রোকারিজ এর স্বত্বাধিকারী রাসেল বিন হাসানাত মেসার্স নাহিয়ান টেক্সটাইল এর চেয়ারম্যান আ. মোহাম্মদ কাজিম উদ্দিন, মেসার্স এস এ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. রফিকুল ইসলাম, মেসার্স ব্রাদার্স ক্লথ স্টোর এর প্রোপাইটার মো. মোতালিব হোসেন, নিউ পপুলার টিম্বার ট্রেডিং এন্ড স’মিলস এর প্রোপাইটার পরেশ সূত্রধর,মেসার্স ইউনিভার্সেল ট্রেড এর প্রোপাইটার নাজমুল হক ভুইয়া, মেসার্স ঈগল ট্রেডার্স এর শেয়ার হোল্ডার এনামুল হক মনির, জামাল টেক্সটাইল এর প্রোপাইটার মো. দেলোয়ার হোসেন দুলাল, ফয়সাল টেক্সটাইল এর ব্যাবস্থাপনা পরিচালক মো. ফয়সাল আহমেদ।
ফলাফল ঘোষণার পরপর তাদেরকে ফুলেল সংবর্ধনা প্রধান করে সাধারণ ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
নরসিংদী বাসী মনে করেন আগামীদিনে ব্যবসায় বানিজ্যে নরসিংদী জেলা হবে সারা বাংলাদেশের আইকন।