
স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট নতুন ব্রিজ সংলগ্ন সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহীদ মিয়ার) বাসার সামনের মাঠে শুক্রবার
বিকালে সাবেক ভাইস চেয়ারম্যান শহিদ মিয়ার তত্ত্বাবধানে চেয়ারম্যান কাপ মেনি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত।
উক্ত ফাইনাল খেলায় ধাইনগর নগর ক্রিকেট দল বনাম শ্যামপুর ইউনিয়ন ক্রিকেট দল অংশগ্রহণ করে । ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ধাইনগর ক্রিকেট দল।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দরী শহিদ মিয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কানসাট ইউ পি চেয়ারম্যান মোঃ শেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দরী মাহমুদ মিয়া,শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রায়হান আলী, মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক আলামিন, এজাবুল চৌধুরী সহ অসংখ্য স্থানীয় ক্রিকেটপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূর্ব ঘোষণা মোতাবেক চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে পাঁচটি রাজহাঁস ও রানারআপ দলকে ট্রফির সাথে দুই টি রাজহাঁস আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রদান করে শহিদুল হক হায়দারী শহীদ মিয়া ।
উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া সভাপতির বক্তব্যে বলেন,
খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে।এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.