
স্টাফ রিপোর্টার
অদ্য বৃহস্পতিবার (২২ ডিসেম্বর, ২০২২) নরসিংদী জেলার সদর কোর্ট আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার এ সময় জেলার বিভিন্ন থানা হতে আগত অফিসারদের ওয়ারেন্ট মিলানো কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.