স্টাফ রিপোর্টার
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ২০২২-২৪ ইং এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ৩য় বারের মত নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক নির্বাচিত হন মো. আল আমিন রহমান। নরসিংদীর শেখেরচর বা বাবুরহাটের যুব নগর ক্লাবে তাকে এই সংবর্ধনা প্রদান করে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর আওতাধীন সংগঠনের প্রতিনিধিগণ। এসময় উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সাধারণ সম্পাদক হাজী রোম্মান মিয়া, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, শামীম উইভিং ফ্যাক্টরির এর এমডি মো. শামীম মোল্লা. রায়পুরা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. শফিকুল ইসলাম, বাবুরহাট গ্রিনফিল্ড কলেজ এর প্রভাষক মারুফ হোসেন, আর এন টি আবদুল হামিদ পিএইচএফসহ আলেম-ওলামা, স্বেচ্ছাসেবী, পেশাজীবি, সাংবাদিক-মিডিয়া কর্মীগণ।
উল্লেখ, আল-আমীন রহমান মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি।