স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য মির্জাগঞ্জের গোলাপ গোলদার বাড়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গরীব অসহায় ও এতিম শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় অত্র মাদ্রাসার শ্রেণীকক্ষে কম্বল বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল হালিম বাচ্চু গোলদার। দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

আলহাজ্ব আবদুস সালাম গোলদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,এসিআই ফার্টিলাইজার এর বিজনেস ডাইরেক্টর ও অত্র মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক কৃষিবিদ বশির আহমেদ গোলদার,সমাজ সেবক মো.ফরিদ গোলদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মেহেদী হাসান মুবিন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার সুপার মো.জামাল হোসেন,অন্যান্য শিক্ষকমণ্ডলী,ইউপি সদস্য আলামিন হোসেন,মাদ্রাসা কমিটির সদস্য মামুন গোলদার,ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বলেন,শীতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল,কম্বল পেয়ে আমরা অতন্ত্য খুশি হয়েছি। আমরা দোয়া করি,যারা এই কম্বল দিছে তাদের যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সহিসালামতে রাখে এবং তাদের প্রতিটি কাজে যেন বরকত দেয়।

শেষে মাদ্রাসার বার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।