
স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে সাধারণ মানুষের সেবা প্রদানের লক্ষে বন্ধন পিরোজপুর এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। বন্ধন পিরোজপুরের ফ্রি মেডিকেল ক্যাম্পের আহবায়ক আক্তারুজ্জামান মাসুমের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজের কার্ডওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম তৌহিদুল হক, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আলতাফ হোসেন হালিম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে কার্ডিওলজি, নিউরোলজি, সার্জারী, মেডিসিন, ডায়াবেটিস, নাক-কান-গলা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ১৪ জন ডাক্তার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখেন।
এসময় বক্তারা বন্ধন পিরোজপুরের সভাপতি ডিআইজি হায়দার আলী খান সার্বিক তত্বাবধায়নের মাধ্যমে পিরোজপুরের ৭টি উপজেলার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের জন্য বন্ধন পিরোজপুরকে ধন্যবাদ জানায় বক্তারা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.