সম্পাদক

আবদুর রহমান

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের পর দলটির নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এই সভা অনুষ্ঠিত হবে।যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সংশ্লিষ্টদের সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। এখনও তার বিকল্প তৈরি না হওয়ায় অন্য কাউকে ভাবছে না দলটির নেতাকর্মীরা।

এ ছাড়া সম্মেলনের আগে সাধারণ সম্পাদকের পদে পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন ছিল। যদিও অনেকের বিশ্বাস ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ঠিক হলেও তাই। আওয়ামী লীগের ৭৩ বছরের রেকর্ড ভেঙে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ওবায়দুল কাদের।