স্টাফ রিপোর্টার
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক নরসিংদী পুটিয়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে দেশি প্রজাতির শালিক, ঘুঘু, পাট ঘুঘু ইত্যাদি পাখি উদ্ধার করা হয় এবং বাজারে সকল ইজারাদার ও অসাধু ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করে বন্যপ্রাণী অপরাধ দমন আইন ২০১২ এর “ক” ধারায় দেশি পাখি, ক্রয়-বিক্রয়, ধরা, খাওয়া, মারা, আটকে রাখার শাস্তি সম্পর্কে অবগত করা হয়। বিকেলে বন বিভাগ নরসিংদীতে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২কে বাস্তবায়ন করার লক্ষ্যে জেলার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত জনসচেতনতা ও টহল বিষয়ক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা লিজা উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জার অফিসার মো. আব্দুর রশিদ জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সাদিকুল ইসলাম, শেখ জসিম সঞ্জয়, বন্যপ্রাণী অপরাধ দমন ও রেস্কিউ টিম নরসিংদী এর ভলান্টিয়ার মো. আজিজুল হক,শিহাবুল ইসলাম জবা, আইমান, শিমুল প্রধান, বিল্লাল হোসেন রনি নাইমুর রহমান পলক প্রমূখ। সকলের উপস্থিতিতে উদ্ধারকৃত পাখিগুলোকে সকলের সম্মুখে প্রতিবারের মতোই অবমুক্ত করা হয়।