স্টাফ রিপোর্টার
২৩ ডিসেম্বর ২০২২,নরসিংদীর রায়পুরায় মুন্সি হযরত আলী ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের বাস্তবায়ন ও পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। শুক্রবার সকালে রায়পুরার আমিরগঞ্জ খলাপাড়া বাজারে নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এই ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান তুষার, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শওকত আলী মুন্সি, নরসিংদী ডায়াবেটিক সমিতির পরিচালক মো. নুরুল আলম, সমাজসেবক এডভোকেট জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
পরবর্তিতে আল জামিয়াতু সামসুল উলুম বালুয়াকান্দী মাদ্রাসা ও গোরস্তান পরিদর্শন করেন।