স্টাফ রিপোর্টার


বগুড়ার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম বিবিজি’র ফিজিক্যাল সংগঠন এবং বগুড়ার হাজারো উদ্যোক্তা তৈরী,উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক ও মানবিক কাজের স্বেচ্ছাসেবী সংগঠন “বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন(বিবিজিএফ)” এর ২০২৩ সালের নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহিম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী কে ফুলেল শুভেচছা জানানো হয়।

রবিবার সন্ধ্যায় শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিবিজির উদ্যোক্তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ নিজ ব্যবসায়িক পেজের পক্ষ হতে বিবিজিএফ এর পুনঃরায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে যেসকল প্রতিষ্ঠান ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তন্মধ্যে উল্লেখযোগ্য, দি মাস্টারসেফ রেস্টুরেন্ট, জলেশ্বরীতলা, বগুড়া এর পক্ষে শারমিন সুমনা,অল ফ্যাশন টেইলার্স, বগুড়া এর পক্ষে জিহাদুল ইসলাম, এমবি ফ্যাশন, জলেশ্বরীতলা, বগুড়া এর পক্ষে আফসানা ইতি, টপটেন ক্লথ সেন্টার এর পক্ষে মনির হোসেন,মুন লাইট কেজি স্কুল,সাবগ্রাম, বগুড়া এর পক্ষে রেশমি তহমিনা,আয়েশা মটরস, সুজাবাদ, বগুড়া এর পক্ষে জাহিদ হোসেন,লিজা’স কালেকশন, হাকির মোড়,বগুড়া এর পক্ষে চাঁদনী লিজা,আর এস ফ্যান্টাসি,বগুড়া এর পক্ষে সেলিনা আক্তার চম্পা,হৃদিস ডাইন,বগুড়া এর পক্ষে সূবর্না সিদ্দিকা হৃদি স্বপ্ন কইন্যা,বগুড়া এর পক্ষে কাজী শাম্মি,দোলা ফ্যাশন,বগুড়া এর পক্ষে কুসুম দোলা, আয়েশা, বগুড়া এর পক্ষে মোরশেদ খান বাদল। আলফা,বগুড়া এর পক্ষে নাজিফাত-ই-কাওনাইন,নিউ ক্লাসিক কিচেন বগুড়া এর পক্ষে জাকিয়া সুলতানা কিয়া, হেঁসেলে রসনার স্বাদ,বগুড় এর পক্ষে সেলিনা মাহবুব, জেএস কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স, বগুড়া এর পক্ষে জহুরুল ইসলাম সৈকত,এন এস ফুড কর্নার,বগুড়া এর পক্ষে নাদিরা হাসান,রূপকথা’স ওয়ার্ল্ড, বগুড়া এর পক্ষে কানন ইসলম মলি,মর্মস ফুড এন্ড গ্যালারী,বগুড়া এর পক্ষে তাছলিমা আক্তার রুপা, এ.এইচ ফুড কর্ণার ,নাটোর এর পক্ষে হাসিনা পারভীন,স্মৃতিস কালেকশন,বগুড়া এর পক্ষে সানজিদা আক্তার স্মৃতি,এজে ফ্যাশন, বগুড়া এর পক্ষে আনু আক্তার সহ বগুড়া বিজনেস গ্রুপের বিভিন্ন পেজের ওনার এবং অনলাইন ও অফলাইন উদ্যোক্তাবৃন্দ।

অভিনন্দন জ্ঞাপন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে সকলের উদ্দেশ্যে অনলাইন ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল এবং মানব কল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করার পরামর্শ প্রদান করেন। সেইসাথে মানব কল্যানে সমাজের প্রতিষ্ঠিত বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উদ্যোক্তাদের একসাথে কাজ করার আহবান জানান।