সম্পাদক

আবদুর রহমান

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লাগার তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস মোট ৬টি ইউনিট কাজ করেছে।রোববার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এ অগ্নিকাণ্ড হয়। কেন আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এছাড়া এখনও হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুনে পুড়ে গেছে কোটি কোটি টাকার কাপড়।

এ ব্যাপারে মার্কেটের রংধনু ফ্যাশনের ম্যানেজার বলেন, রাত ৯টার পর মার্কেটে আগুন দেখে সবার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আগুন এত তীব্র ছিল যে, কেউ কোনো মালামাল নিয়ে বের হতে পারেননি। চোখের সামনে জ্বলেছে কোটি কোটি টাকার মালামাল।

মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, মার্কেটে ৫০০ থেকে ৬০০ জন ব্যবসায় ব্যবসায় করেন। সারাদিন বিক্রি কম হলেও সন্ধ্যার পর তা বেড়ে যায়। রোববার রাত ৯টার কিছু সময় পর হঠাৎ মার্কেটের দক্ষিণ পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এসময় পাশের হোসেন মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানে থাকা ২০-২৫টি দোকানের মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।