
নিউজ ডেস্ক :
রোববার একাধিক বিস্ফোরণে কেঁপে উঠে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। এতে প্রাণ হারিয়েছেন ছয় পাকিস্তানি সেনা। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।
পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।
অন্যদিকে কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন।
এ ঘটনায় তিন পুলিশকর্মীসহ আটজন জখম হয়েছেন। এ হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও চারজন জখম হয়েছেন।
হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণ ঘটে। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হন আরও কয়েকজন। মাত্র দুদিনের মধ্যেই পাকিস্তানে আবার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ল দেশটির প্রশাসনের।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.