

স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের ফকিরহাটে নিজঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে হাবিল শেখ (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব-৬।
হাবিল ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ।
তিনি জানান, ওই কিশোরী বাগেরহাটের ফকিরহাটে একটি মাদরাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করে। আসামি হাবিল শেখ ভুক্তভোগীকে বিভিন্ন সময় মাদরাসায় আসা-যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ওই কিশোরী কুপ্রস্তাবে রাজি না-হওয়ায় হাবিল তার ওপর ক্ষিপ্ত হয়। গত ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে ভুক্তভোগী নিজঘরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ২টা ১০ মিনিটের দিকে হাবিল শেখ ভুক্তভোগীর বসতঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে৷ একপর্যায়ে কিশোরীর চিৎকারে তার বাবা-মা চলে আসে। তখন হাবিল তার মায়ের হাতে আঘাত করে পালিয়ে যায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ আমার. All rights reserved.